কিশোরগঞ্জের কটিয়াদিতে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালের দিকে কটিয়াদী-মঠখোলা সড়কের বেতাল বাজারের কাছে মক্কা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত চন্দ্র বর্মণ নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷ তিনি দুর্ঘটনা কবলিত পিকআপের হেলপার ছিলেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কটিয়াদী থেকে উজানভাটি পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। অপরদিকে একটি পিকআপভ্যান কটিয়াদি থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপচালক প্রান্ত চন্দ্র বর্মণ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply