ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সোয়া ১২টার সময় তার নিজবাড়ি শিমুলকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন ভূইয়া উপজেলার শিমুলকান্দি গ্রামের ভূইয়াবাড়ির মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।
জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েক শ মানুষ ওই দিন বিকেল পৌনে ৫ টার দিকে ভৈরব থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে থানার প্রধান গেট ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে থানার ভেতরে প্রবেশ করে থানা ভাংচুর সহ আগুন ধরিয়ে দেই এঘটনায় অজ্ঞাত ১৫/২০ হাজারজন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয় । সে মামলায় আসামী দেখিয়ে চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ ।
এর আগে ভৈরব থানার মিজানুর রহমান রিপনের নামে আজহার নামীয় একটি মামলা হয় ।পরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে , আদালত তাকে জামিন মঞ্জুর করে ।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন , শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে ভৈরব থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply