নিজস্ব প্রতিবেদকঃ
মোটরযান চালকদের প্রতি আহবান
বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র, হালনাগাদ কাগজপত্র ও সিট বেল্ট বাঁধা ব্যতীত গাড়ি চালাবেন না।
গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালাবেন না, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন বা ইয়ার ফোন ব্যবহার করবেন না।
ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করবেন না, অযথা হর্ন বাজাবেন না।
মাদককে ‘না’ বলুন। নেশা জাতীয় দ্রব্য সেবন করে গাড়ি চালাবেন না।
উল্টো পথে গাড়ি চালাবেন না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজাবেন না।
মোটরযান মালিকদের প্রতি আহবান
ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালক নিয়োগ করবেন।
চালককে একটানা ও ঘন্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করবেন না।
ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমনকারী গাড়ি রাস্তায় নামাবেন না।
যাত্রীদের প্রতি আহবান
চলন্ত গাড়িতে ওঠানামা করবেন না, পণ্যবাহী মোটরযানে যাত্রী হয়ে উঠবেন না।
শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না, চালকের মনোযোগ বিঘ্ন ঘটে এমন কিছু করবেন না।
তাড়াহুড়া করে গাড়ি থেকে নামবেন না, গাড়িতে উঠতে ডান পা এবং নামতে বাম পা আগে ব্যবহার করবেন।
চালক, কন্ডাক্টরের সাথে খারাপ আচরণ করবেন না, গাড়িতে উঠে হৈচৈ করবেন না।
পথচারীদের প্রতি আহবান
জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হোন।
দৌঁড়ে অথবা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না।
ফুটপাত ব্যবহার করুন অন্যথায় রাস্তার ডান পাশ দিয়ে সাবধানে চলুন।
Design & Developed By: ECONOMIC NEWS