ভৈরব প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ই মার্চ মঙ্গলবার বিকেল ৫টার সময় ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ১কেজি গাঁজা সহ জান্নাতুল ফেরদৌস নামে এক মাদককারবারী কে গ্রেপ্তার করা হয়। আটককৃত নারী ব্রাম্মনবাড়িয়া জেলা কসবা উপজেলা , গোপিনগর গ্রামের ইসমাইল মিয়া মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী ট্রেনে করে একনারী বোডিফিটিং এর মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা নিয়ে ভৈরব রেলওয়ে স্টেশনে নামার কথা রয়েছে । উক্ত বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা কে অবহিত করিলে এমন সংবাদের ভিত্তিতে আগে থেকে ভৈরব রেলওয়ে থানা পুলিশ নজরদারিতে রাখে। পরে বিকেল ৫টার সময় ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে থামিলে মাদককারবারী নারী ট্রেন থেকে নামার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে তার মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। এ সময় তার দু -পায়ের হাটুতে ও বোডিফিটিং অবস্থায় মাদকদ্রব্য ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ জানান , আমরা সংবাদ পাই চট্টগ্রাম থেকে ছেড়ে কর্ণফুলী একনারী মাদক বহনকরে ভৈরবে দিকে আসতেছে সে সংবাদের ভিত্তিতে ভৈরব এসে ট্রেনটি থামিলে তাকে করে আমাদের নারী পুলিশের মাধ্যমে তার দেহ তল্লাশি করে তকর কাছ থেকে ১কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply