শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে স্মার্ট কার্ড বিতরণ : ইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭ Time View

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এ কার্যক্রম শেষ হবে ১১ এপ্রিলের মধ্যে। শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির এক মাসিক সভায় এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায় পর্যন্ত। ওই মিটিংয়ে উপস্থিত থাকা একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, মিটিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের  প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বক্তব্য দেন। সেই বক্তব্যে তিনি জানান, যেহেতু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে, সেহেতু মুদ্রিত স্মার্ট কার্ডগুলো বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে। এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

ইসির আরেকটি সূত্র জানায়, আগামী ১২ এপ্রিল থেকে মুদ্রিত স্মার্ট কার্ডগুলো বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ গত ২ মার্চ প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছে ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। এখনো স্মার্ট কার্ড সেবার বাইরে রয়েছে পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন। চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি। এতে দেশে আরও ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে ইসি। তবে, ৮ বছরের বেশি সময় অতিবাহিত হলেও সব নাগরিককে স্মার্ট কার্ড তুলে দেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS