জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হওয়া আরো ১ হাজার ২৪২ জনের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি, নাম, পিতা-মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে।
‘গ’ শ্রেণির আহত হিসেবে উল্লেখ করে ৫ মার্চ এ তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে ময়মনসিংহ বিভাগের ৫৩৪ জন ও সিলেট বিভাগের ৭০৮ জনের পরিচয় উল্লেখ করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আহত বা জুলাই যোদ্ধারা আজীবন চিকিৎসা সুবিধা এবং ভাতা পাবেন। যারা অতি গুরুতর আহত (‘ক’ শ্রেণি), তারা এককালীন ৫ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গের হানি হয়েছে, এমন আহত (‘খ’ শ্রেণি) যারা আছেন, তারা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন এবং তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। সামান্য আহত (‘গ’ শ্রেণি) যারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।
আহতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Design & Developed By: ECONOMIC NEWS