শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

রমজান জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সজাগ দৃষ্টি থাকবে : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৫ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্যের মূল্য গত রোজার চেয়ে এই রোজায় সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রমজান জুড়ে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি থাকবে।

আজ শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম একথা বলেন।

তিনিপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘রোজার সময় ভোজ্য তেল, ছোলা ও খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক ও প্ল্যানিং কমিশন কাজ করছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে কীভাবে সরবরাহ বাড়ানো যায় সে প্রচেষ্টা চলছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।’

শফিকুল আলম বলেন, ‘কিছু কিছু জিনিস যেমন ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে কাজ করা হচ্ছে। আমরা প্রতিদিন মনিটর করছি কত টন তেল আমদানি হচ্ছে, তাতে আমরা মনে করছি যে সরবরাহ পরিস্থিতি সামনে আরও ভালো হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আপনারা ইতোমধ্যে দেখেছেন যে খোলা সয়াবিন তেলের দাম একটু কমতে শুরু হয়েছে এবং আমরা আশা করছি সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হলে দাম আরেকটু ভালো জায়গায় যাবে। বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে কেউ কেউ বলেছে যে বাজার থেকে উধাও হয়ে গেছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে সরবরাহ যাতে ঠিক পর্যায়ে আসে, সবার জন্য যেন পর্যাপ্ত সরবরাহ থাকে।’

চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি, এই প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি হয়ত সুনির্দিষ্ট একটা তারিখ চাচ্ছে। সরকার কিন্তু বারবার বলেছে যে, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে যদি সব রাজনৈতিক দল মনে করে, কোর রিফর্ম করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি তারা চান আরও কিছু সংস্কার হোক তাহলে সেক্ষেত্রে আরও তিন মাস দেরি হতে পারে।’

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনা আবার কবে শুরু হচ্ছে, জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আমরা আশা করছি এটা খুব শিগগিরই শুরু হবে।’

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসময় পাবনায় ডাকাতির ঘটনা প্রসঙ্গে বিভ্রান্তি হচ্ছে বলেও জানান। তিনি বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পাবনার আঞ্চলিক একটি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশা– এই তিনটি পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরও দুটি ট্রাক ছিল, মোট ৫টি পরিবহন ছিল। এর বাইরে আর কোনো গাড়ি সেখানে সেভাবে ছিল না। ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল গাড়ি সেখানে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS