এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তাভাবনা নেই, তবে প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘এই মুহূর্তে কমিশনের স্থানীয় সরকার নির্বাচনের চিন্তাভাবনা নেই। প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন।’
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ধামরাইয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ইসি মাছউদ।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব ও কঠিন।’
ইসি মাছউদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীকসহ অন্যান্যরা।
Design & Developed By: ECONOMIC NEWS