শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

দেশের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কথা বললেন আজহারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকাসহ সারাদেশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় বিভিন্ন সংগঠন, প্লাটর্ফম, নাগরিকরা এ নিয়ে সরব হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, এই অভিযোগে তার পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

এমন অবস্থায় সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে মন্তব্য করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে আজহারি লেখেন, সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। সাধারণ মানুষ চিন্তিত।

সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি লেখেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।

স্ট্যাটাসের শেষাংশে তিনি নিরাপদ জনজীবন ও জনমনে স্বস্তি ফিরে আসুক এমন কামনা করেন।

মিজানুর রহমান ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসাশিক্ষক। তার পরিবারে মা-বাবা ও এক ভাই রয়েছে।

মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে দাখিল, ২০০৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিসর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট করার জন্য মিসরে যান। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন।

মিসরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর ২০১৩ সালে মালয়েশিয়া যান। সেখানে গার্ডেন অব নলেজ খ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্র্যাজুয়েশন শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS