গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের প্রায় পুরো এলাকাজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর, রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে গেছে পানিতে। অনেকের ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে, ডুবে গেছে চুলা। ফলে কয়েকদিন ধরে বহু পরিবারে রান্না বন্ধ। কেউ কেউ খাট, মাচা বা টঙের ওপর আশ্রয় নিয়ে দিন পার করছেন। পৌর শহরের ৯টি ওয়ার্ডের বেশির ভাগ এলাকাই পানির নিচে রয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া দিনমজুররা।
পশু হাসপাতাল রোডের বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, রাস্তায় হাঁটু পানি। ঘরের মধ্যেও পানি উঠে গেছে। এখন সবাই খাটের ওপর বসবাস করছি। রাস্তায় কোমর পানি থাকায় বাচ্চারা স্কুলে যেতে পারছে না।
জয় বাংলা সড়কের জোছনা বেগম জানান, এক সপ্তাহের বৃষ্টিতে চুলায় পানি উঠেছে। ৪-৫ দিন ধরে রান্না বন্ধ। ইট দিয়ে উঁচু করে কোনোভাবে রান্না করছি।
পৌর শহরের পাশাপাশি উপজেলার ৬টি ইউনিয়নের নিচু এলাকাগুলোও পানিতে ডুবে আছে। পশুর নদীর পানি বেড়ে যাওয়ায় জোয়ারের সময় নদীপাড়ের ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হচ্ছে।
মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী কর্মকর্তা অমল কৃঞ্চ সাহা বলেন, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি কমলে পানি নামবে। তবুও পৌর কর্মচারীদের বিভিন্ন এলাকায় পাঠিয়ে পানি সরানোর চেষ্টা করা হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশীদ জানান, সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৩-৪ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় মোংলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply