গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে অনিক মন্ডল (২৫) ও রিয়াদ মন্ডল (২২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার শৈলাট গ্রামে দুর্ঘটনায় তারা আহত হন। পরে তাদের মৃত্যু হয়। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল।
মারা যাওয়া অনিক মন্ডল উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে, রিয়াদ মন্ডল একই গ্রামের শামীম আল মামুনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মাজেদুর রহমান রায়হান বলেন, “রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শৈলাট বাজার থেকে মোটরসাইকেলে করে কাচিনা যাচ্ছিল অনিক ও রিয়াদ। শৈলাট গ্রামের শিপ্রা গার্মেন্টসের সামনে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বহনকারী মোটরসাইকেলটির। এতে অনিক ও রিয়াদ গুরুতর আহত হন। পরে অনিককে উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল ও রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ রাত সাড়ে ১০টার দিকে এবং অনিক রাত ১১টায় মারা যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply