শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

জলকামান-সাউন্ড গ্রেনেডে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান  নেন তারা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও সড়ক থেকে না সরলে বিকেল ৫টার দিকে তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে ও লাঠিচার্জ করে। 

সরেজমিনে দেখা গেছে,  দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসময় দুই জন আহত হয়েছেন। 

এই অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কয়েকশো’ আউটসোর্সিং কর্মী অংশ নিয়েছেন। 

এর আগে, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করে সারাদেশ থেকে আগত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।
 
বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় ব্যানার হাতে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন অবরোধে যোগ দেয়া আউটসোর্সিং কর্মীরা।
 
তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
 
এ সময় আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS