ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় বেশকিছু যানবাহন আটকা পড়ে। এর মধ্যে, পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply