সৌদি প্রো লিগে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২৫) রাতে আল ওখদদের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল-নাসর।
৬ মিনিটে সাভিয়ার গডউইনের গোলে এগিয়ে যায় ওখদুদ। কিন্তু ২৯ মিনিটে সাদিও মানে, ৪২ মিনিটে রোনালদো ও ৮৮ মিনিটে মানের আরেক গোলে ৩-১ ব্যবধানের জয় পায় আল নাসর।
রোনালদো ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। তাতে নতুন একটি মাইলফলকও ছুঁয়েছেন তিনি। এর মধ্য দিয়ে টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ড গড়েছেন। ২০০২ সালে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র হয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল। এরপর থেকে ২০২৫ পর্যন্ত প্রত্যেকটা বছর তিনি গোল পেয়েছেন। গেল দুই যুগে এমন একটি বছরও নেই যেখানে স্কোরশিটে তার নাম নেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply