রাজনীতির কারণে ক্রিকেট ক্যারিয়ারে অন্ধকার নেমে এসেছে সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন দেশের জার্সি গায়েই চাপাতে পারছেন না। এমনকি পা রাখতে পারছেন না দেশের মাটিতেও।
চলমান বিপিএলে সাকিব দল পেয়েও খেলতে পারেননি। এমনকি জাতীয় দলেও তার সম্ভাবনা ক্ষীণ। তবুও দেশের বড় তারকাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়ার আশা ছাড়ছেন না বিসিবিপ্রধান ফারুক আহমেদ। দেশসেরা অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পেতে দ্রুতই মন্ত্রণালয়ের সঙ্গে বসবেন বোর্ডপ্রধান।
আজ শুক্রবার (০৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে এসব কথা বলেন বিসিবিপ্রধান। ফারুক আহমেদ বলেছেন, ‘একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি। এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’
বোর্ডপ্রধান আরও বলেন, ‘সাকিবের তো এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। যদি সাকিব অবসর নিয়ে ফেলতো তাহলে তো বলতাম যে সে আর নাই। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, ওইটা (রাজনৈতিক জটিলতার বিষয়ে) কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারী পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply