বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরু থেকেই ব্যাটারদের আধিপত্য লক্ষ্য করা গেছে। শুরুর ৬ ম্যাচে অনেক ব্যাটারই দুর্দান্ত সব ইনিংস খেললেও সেঞ্চুরির দেখা পাননি কেউই। সপ্তম ম্যাচে সেই গেরো কাটিয়েছেন পাকিস্তানের তারকা উসমান খান। দুর্বার রাজশাহীর বোলারদের তুলোধুনো করে আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ব্যাটার।
এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তেমন ঝলক দেখাতে পারেননি উসমান। দ্বিতীয় ম্যাচে সেটা পুষিয়ে দিয়েছেন তারকা ব্যাটার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬ ছক্কা ও ১৩ চারে করেছেন ৬২ বলে করেছেন ১২৩ রান।
বিপিএলে এটি উসমানের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে চট্টগ্রামেরই আরেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবারের সেঞ্চুরি অবশ্য একটু দ্রুত এসেছে। ১১ চার ও ৫ ছক্কার মারে ৪৮ বলে শতরান পূর্ণ করেছেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply