ইংলিশ প্রিমিয়ার লিগে এক মাসে পাঁচটি ম্যাচ হারল ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ সোমবার (৩০ ডিসেম্বর, ২০২৪) রাতে ঘরের মাঠে তারা ২-০ ব্যবধানে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। সব মিলিয়ে ১৯ ম্যাচে এটা তাদের নবম হার। ড্র করেছে চারটিতে। জয় মাত্র ৬টিতে।
এক মাসে পাঁচ ম্যাচ হেরে ১৯ ম্যাচ থেকে মাত্র ২২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্দশতম স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। যা গেল ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন। সবশেষ ১৯৮৯ সালে তারা পয়েন্ট টেবিলের ১৫তম অবস্থানে থেকে বছর শেষ করেছিল। অন্যদিকে ১৯ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে নিউক্যাসল রয়েছে পঞ্চম স্থানে।
ম্যানইউর বিপক্ষে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল। এ সময় আলেক্সান্ডার ইসাক হেডে গোল করেন। ১৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন জোয়েলিনটন। ব্রুনো গুইমারায়েস তাকে অ্যাসিস্ট করেন।
এই দুটি গোল ম্যাচের বাদবাকি সময়ে আর শোধ দিতে পারেনি রেড ডেভিলসরা। অবশ্য নিউক্যাসলও পারেনি আর ব্যবধান বাড়াতে। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর ম্যানইউ আরও একটি পরাজয়কে সঙ্গী করে লজ্জার রেকর্ড গড়ে বছর শেষ করে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply