শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪০০তম শাখা হিসেবে টাঙ্গাইলের ঘাটাইল শাখা ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ
উপস্থাপন করেন শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এসময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। এ ব্যাংককে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে নেয়া যাবে না। এ ব্যাংকের ওপর মানুষের আস্থা রয়েছে। তাই অল্প সময়ের মধ্যেই ইসলামী ব্যাংক ঘুরে দাড়িঁয়েছে এবং এগিয়ে যাচ্ছে। এ ব্যাংক আর পিছনে ফিরে তাকাবে না।

তিনি বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ইসলামী ব্যাংকের সাথে জড়িত। ৪০০তম শাখা উদ্বোধন এই ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এ খাতে যে ধ্বস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। গত পাঁচ মাস আগে ইসলামী ব্যাংকের যে অবস্থান ছিল তা থেকে অনেক ভাল অবস্থানে চলে এসেছে। ইতোমধ্যে এ ব্যাংক সাত হাজার কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ
করতে সক্ষম হয়েছে। রেমিট্যান্স আহরণেও ইসলামী ব্যাংক শীর্ষ স্থানে রয়েছে।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকালে একটি আন্তর্জাতিক ব্যাংক ছিলো। বিদেশী বিনিয়োগকারীরা এ ব্যাংকে বিনিয়োগ করেছিলেন। আমরা চেষ্টা করছি বিদেশী বিনিয়োগকারীদেরকে পুণরায় এ ব্যাংকে ফিরিয়ে আনতে। ইসলামী ব্যাংক আবারো একটি আন্তর্জাতিক ব্যাংকে পরিণত হবে। এ ব্যাংক আরো দশগুন বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।


ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্ল্যাহ আল মাসুদ তাঁর বক্তব্যে বলেন, ৪০০ শাখা, ২৬৫ উপশাখা, ২৮০০ এজেন্ট আউটলেট ও ৩০০০ এর অধিক এটিএম/সিআরএম এর মাধ্যমে দেশজুড়ে ইসলামী ব্যাংকের বিস্তৃত নেটওয়ারকই প্রমাণ করে এ ব্যাংকের জনপ্রিয়তা। এ ব্যাংকের কর্মীরা অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে। একই ছাদের নীচে এতো সৎ ও যোগ্য মানুষ কোথাও নেই।

তিনি আরো বলেন, দেশের ৩৪ হাজার গ্রামে পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। আমরা এই সেবা দেশের ৬৮ হাজার গ্রামেই ছড়িয়ে দিতে চাই। ইসলামী ব্যাংকরে কল্যাণমুখী ব্যাংকিং সেবা গ্রহণের জন্য উপস্থিত গ্রাহকদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এইম সিটি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ মোঃ হোসনী মোবারক বাবুল, ব্যাংকের ব্রাহ্মণ শাসন বাজার এজেন্ট আউটলেট-এর স্বত্বাধিকারী মোঃ রাসেল মিয়া এবং ব্যবসায়ী ও শিক্ষাবিদ মো. রফিকুল ইসলাম। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার
কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS