এবারের বিপিএল বদলে দেবে অতীতের সব অভিজ্ঞতা। টুর্নামেন্ট শুরু আগেই একের পর এক চমক দিয়ে যাচ্ছে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো। মাঠে এবং মাঠের বাইরে এবারের আসর হবে বেশ উপভোগ্য। আর উপভোগ্য না হয়ে যাবেই বা কোথায়, কারণ এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন ড্যানি মরিসন।
মাঠের খেলাকে টিভি পর্দায় আরও প্রাণবন্ত করে তুলতে নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকার ড্যানি মরিসনের জুড়ি নেই। তার নাটকীয় অঙ্গভঙ্গী ও কথা বলার ধরণ একেবারেই অন্যরকম। যে কারণে ক্রিকেটবিশ্বে ধারাভাষ্যকার হিসেবে তার খ্যাতি অনেক। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ম্যাচ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে পর্দায় তাকে দেখা যায় নানা ভূমিকায়।
বিপিএলের সময় আরও কয়েকটি লিগ চলে। যে কারণে মরিসনকে অ্যাভেইলেবল পাওয়া না। তবে এবার তাকে আগেভাগেই নিয়ে নিল বিসিবি। ভিন্ন লিগে যাবেন কি না জানা না গেলেও বিপিএলে তার কণ্ঠ শোনা যাবে, তা নিশ্চিত।
শেষ পর্যন্ত বিপিএলের ধারাভাষ্য প্যানেলে কারা থাকছেন, তা জানা যাবে শীঘ্রই। তবে তার আগে মরিসনকে অন্তর্ভুক্তির খবর ইতোমধ্যে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply