নিজস্ব প্রতিবেদকঃ আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গত ২৩শে ডিসেম্বর, (সোমবার) ২০২৪ইং তারিখে সরাসরি উপস্থিতিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জনাবা হুব্বুন নাহার হক, চেয়ারপারসন; জনাব মাহমুদুল হক, ব্যবস্থাপনা পরিচালক; জনাবা আনিকা হক, পরিচালক; জনাব আলভী এম হক, পরিচালক; জনাব মোঃ খোরশেদ হোসেন, স্বতন্ত্র পরিচালক; জনাব মোঃ আরিফ হোসেন, প্রধান অর্থ কর্মকর্তা এবং জনাব মোঃ নূরুনবী – প্রধান কর্মকর্তা, অভ্যন্তরীন অডিট এন্ড কমপ্লায়েনস । উক্ত সভা সঞ্চালন করেন মুহাম্মদ জাহাংগীর আলম, কোম্পানী সচিব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply