মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সিরিজ জয়ের পথে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

ওয়েলিংটন টেস্টে দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড। গাস অ্যাটকিনসনের হ্যাটট্রিকে নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ১২৫ রানে আটকে দিয়েছে বেন স্টোকসের দল। এরপর প্রথম ইনিংসে ২৮০ রান করা দলটি দ্বিতীয় ইনিংসে তোলে পাঁচ উইকেটে ৩৭৮ রান। এরই মাঝে দলটি লিড নিয়েছে ৫৩৩ রানের।

দ্বিতীয় দিন সকালে পাঁচ উইকেটে ৮৬ রানে দিন শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ৯৬ রানের মধ্যে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টম ব্লান্ডেল এবং উইলিয়াম ও’রুর্কি। দুজনকে একই ওভারে বিদায় করেন ব্রাইডন কার্স।

১৬ রানে থাকা ব্লান্ডেলকে বোল্ড করেন তিনি। ২৬ বল খেলে কোনও রান না করা ও’রুর্কিকে করেন এলবিডব্লিউ। নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট নেন অ্যাটকিনসন। তার বাড়তি লাফানো বল ছাড়তে গিয়ে দেরি করে ফেলেন নাথান স্মিথ। ফলে বলটি তার ব্যাটে লেগে স্টাম্পে আঘাত করে।

একইরকম আরেকটি বাড়াতো লাফানো ডেলিভারিতে গালিতে ক্যাচ দিয়ে বিদায় নেন ম্যাট হেনরি। স্মিথ ১৪ রান করলেও হেনরি করেন শূন্য। এরপর হ্যাটট্রিক বলে ফুল লেংথের সোজা ডেলিভারিতে টিম সাউদিকে এলবিডব্লিউ করেন তিনি। ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করা কিউইরা গুটিয়ে যায় ১২৫ রানে। কার্স ও অ্যাটকিনসন নেন চারটি করে উইকেট।

১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ইনিংস শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে অবশ্য জ্যাক ক্রলির উইকেট হারায় দলটি। এরপর ১৮৭ রানের জুটি গড়েন বেন ডাকেট এবং জ্যাকব বেথেল। দুজনই অবশ্য সেঞ্চুরি মিস করেন।

দলীয় ২১১ রানের মধ্যে এই দুজনকে ফেরান সাউদি। ১১৮ বলে দশটি চার ও তিনটি ছক্কায় ৯৬ রান করেন বেথেল। উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১১২ বলে ৯২ রান করা ডাকেট হন বোল্ড। তারপর ৯৫ রানের জুটি গড়েন জো রুট এবং আগের ইনিংসে ১২৩ রান করা হ্যারি ব্রুক। ৬১ বলে ৫৫ রান করে ব্রুক ফিরলে এই জুটি ভাঙে। এরপর হেনরির দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন দশ রান করা অলি পোপ।

ইংলিশদের হয়ে তৃতীয় দিন শুরু করবেন রুট এবং স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ৭ এবং বর্তমান অধিনায়ক ৩৫ রানে অপরাজিত আছেন। কিউইদের মধ্যে হেনরির মতোই দুই উইকেট নিয়েছেন সাউদি। গ্লেন ফিলিপসের ঝুলিতে আছে একটি উইকেট। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জেতা ইংল্যান্ড এই ম্যাচটিতেও জয়ের পথেই আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS