মাত্র ৪০ সেকেন্ডে লিড পাওয়ার আনন্দ মাটি হয়ে গিয়েছিল চার মিনিটের ব্যবধানে জোড়া গোল হজম করে। তবে ত্রাতা হয়ে দাঁড়ালেন রাসমুস হইলুন্দ। দুর্দান্ত দুটি গোলে দলকে এনে দিলেন স্বস্তির জয়। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন রুবেন আমোরিমও।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে নরওয়েজীয় ক্লাব বোদো গ্লিমটকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বল দখল কিংবা আক্রমণ; সবকিছুতেই ছিল ইউনাইটেডের আধিপত্য। ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৬টি গোলমুখে রেখেছিল তারা। কিন্তু এরপরও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের।
যদিও এদিন ম্যাচ শুরুর ৪০ সেকেন্ডেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। ডিফেন্ডার জস্টিন গুন্ডারসেনের ব্যাক-পাস ক্লিয়ার না করে দলকে বিপদে ফেলেন বোদো গ্লিমটের গোলরক্ষক নিকিতা খাইকিন। এগিয়ে গিয়ে গোল আদায়ের চেষ্টা করেন রাসমুস হইলুন্দ। গোলরক্ষের বাধায় তিনি ব্যর্থ হন। তবে একেবারে ফাঁকা জালের সামনে বল পেয়ে যান আলেহান্দ্রো গার্নাচো। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে ঘরের মাঠের সমর্থকদের আনন্দে ভাসান এ আর্জেন্টাইন তারকা।
১৫তম মিনিটে ম্যাসন মাউন্টের পর ব্রুনো ফের্নান্দেজের শট ফিরিয়ে দেন খাইকিন। পাল্টা আক্রমণে যায় বোদো গ্লিমট। চার মিনিটের ব্যবধানে ইউনাইটেডকে ধরাশায়ী করে ফেলে তারা। ১৯তম মিনিটে ব্রুনস্তাদ ফেতের পাস দখলে নিয়ে কোনাকুনির জোরালো শটে দলকে সমতায় ফেরান হ্যাকন এভজেন। ইউনাইটেড কিছু বুঝে ওঠার আগেই চার মিনিটের ব্যবধানে আরেক বার হানা দেন ফিলিপ জিনকেরনাগেল।
নিজেধের অর্ধ থেকে প্যাট্রিক বার্গের লম্বা পাস দখলে নিয়ে দ্রুত আক্রমণে উঠেন জিনকেরনাগেল। ইউনাইটেডের ডিফেন্ডাররা তাকে আটকানোর আগেই দ্রুতগতিতে গোলমুখে ছুটে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। লিড পায় বোদো গ্লিমট। ২৫তম মিনিটে বক্স থেকে বারের উপর দিয়ে তুলে না মারলে নরওয়েজীয় ক্লাবকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিতে পারতেন এভজেন।
বিরতির আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান হইলুন্দ। মাজরাউইয়ের ছোট ক্রস বক্সে দখলে নিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে জড়ান এ ড্যানিশ ফরোয়ার্ড। বিরতির পরও তিনি দলের ত্রাতা হয়ে দাঁড়ান। উগার্তের ক্রস বক্সে দখলে নিয়ে জাল কাঁপান হইলুন্দ। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে কষ্টের জয় তুলে নেয় ইউনাইটেড।
ইউনাইটেডের কোচ হিসেবে অভিষেকটা রাঙানো না হলেও বেশিক্ষণ হতাশায় থাকতে হয়নি আমোরিমকে। প্রিমিয়ার লিগের ম্যাচে টেবিলের তলানির দিকে থাকা ইপ্সউইচ টাউনের বিপক্ষে পয়েন্ট হারালেও তার শিষ্যরা জয় এনে দিলো ইউরোপা লিগের মঞ্চে।
৫ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে উঠে এসেছে ইউনাইটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply