গোটা ম্যাচে বাংলাদেশের সঙ্গী ছিল দুটি জিনিস। ফিনিশিংয়ের ব্যর্থতা ও দুর্ভাগ্য৷ জয়ের জন্য ছেলেরা কোনো কিছুর কমতি রাখেনি। গোল ছাড়া সবই হয়েছে ম্যাচে। দিতে হয়েছে খেসারত। মালদ্বীপের বিপক্ষে আজ বুধবার (১৩ নভেম্বর) ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ হেরেছে ১-০ গোলে।
ম্যাচ হারলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা৷ প্রশংসা করেছেন শিষ্যদের চেষ্টার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, অনেক সুযোগ পেলেও সেসব গোলে রূপান্তর করা যায়নি। ম্যাচ হারাটা কষ্টকর।
কাবরেরা বলেন, ‘ছেলেরা ২০০ ভাগ দিয়েছে। আজকের ম্যাচে যত সুযোগ তৈরি করেছে, সম্প্রতি হওয়া ম্যাচগুলোতে এত পারেনি। আমি তাদের খেলায় সন্তুষ্ট। তারা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। হেরে যাওয়া সবসময়ই কষ্টকর।’
বাংলাদেশের হাতে আরেকটি ম্যাচ আছে। আগামী ১৬ নভেম্বর অভিন্ন ভেন্যুতে মুখোমুখি হবে দুদল। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কাবরেরার কন্ঠে। তিনি বলেন, ‘আমাদের এখন সামনের ম্যাচে নজর দিতে হবে। আশাকরি ছেলেরা একই রকম সাহস, শক্তি ও ইতিবাচকতা নিয়ে খেলবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply