শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মানুষের অধিকার হরণের চেষ্টা করবেন না- কুমিল্লায় ডাঃ শফিকুর রহমান ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এ দুর্নীতির অভিযোগ (২০২১-২০২২ অর্থবছর) চরিত্র; আশরাফ সরকার ধানের শীষে ভোট দিয়ে বগুড়াকে বিএনপির ঘাঁটি প্রমাণের আহ্বান তারেক রহমানের নির্বাচন যত ঘনাচ্ছে, বিএনপির সমর্থন তত বাড়ছে: জরিপে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মনে করছেন ৪৭.৬% ত্রয়োদশ জাতীয় নির্বাচন রাউজান-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের মতবিনিময় সভা দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফু-ওয়াং সিরামিক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে কেডিএস এক্সেসরিজ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফার্মা এইডস মোমিনপুরের সরিষাডাঙ্গায় কৃষকদের সঙ্গে সিআইপি সাহিদুজ্জামান টরিকের মতবিনিময়

জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ উপকমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২২৭ Time View

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহবান

নিজস্ব প্রতিবেদকঃ পানিবন্দি কোটি মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটি এর চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী। ২৩ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর জাগ্রত মঞ্চে জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ উপকমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কোটি মানুষের সীমাহীন কষ্টে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন তিনি। 

সভায় ব্যারিস্টার আফাতউদ্দিন, এইচ এম রেজাউল করিম তুহিন, আলহাজ্ব নূরুল ইসলাম, রোটারিয়ান কামাল উদ্দিন ও কবি অশোক ধরকে উপদেষ্টা, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে আহবায়ক, কবি জামশেদ ওয়াজেদ, ডা. মো. সিরাজুল আলম ভুইয়া, নাজনিন আক্তার বিউটি ও মোহাম্মদ মাহবুবুর রশীদকে যুগ্ম আহবায়ক  মো. সাইফুল ইসলাম সদস্য সচিব করে করে ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ত্রাণ উপকমিটি গঠন করা  হয়। কমিটির অন্যান্যরা হলেন, কবি প্রদীপ মিত্র, রিভার  ইসমাইল গাজী, জিএম ইমাম হোসেন ইমন, মাঈনউদ্দীন, কবি জান্নাতুল ফেরদৌসী, মো: নাজমুল হাসান মিলন,কবি জামান ভূঁইয়া, ফরহাদ হোসেন, মাহিদুল ইসলাম মাহি,অনুপম বড়ুয়া পান্না, আলমগীর হোসেন প্রমুখ। 

মু. নজরুল ইসলাম তামিজী __ আরও বলেন, বন্যার তোড়ে ভেসে গেছে মাঠের সব ফসল, পুকুর ও মৎস্য খামারের শতকোটি টাকার মাছ। ঘরের আসবাব, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহপালিত পশুপাখি হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। বিপন্ন কোটি কোটি মানুষ পড়েছে সীমাহীন সংকটে। মানুষের এমন দুঃসময়ে আমরা বসে থাকতে পারি না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় শুকনো খাবার, জীবনরক্ষাকারী ওষুধ এবং শিশুখাদ্য নিয়ে আর্ত মানুষের কাছে যেতে অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ। মু. নজরুল ইসলাম তামিজী স্থানীয়ভাবে জাতীয় মানবাধিকার সোসাইটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিতে নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS