সারাদেশে ফের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্যদিয়ে দীর্ঘ ২৭ দিন পর সচল হচ্ছে আন্তঃনগর ট্রেনের চাকা।
বুধবার (১৪ আগস্ট) ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।
গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এরমধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply