বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অনলাইন প্রতারণার শিকার: চুয়াডাঙ্গায় ৫ লাখ টাকা হারিয়ে উধাও বিকাশ এজেন্ট, এলাকায় তোলপাড় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে ওরিয়ন ফার্মা ফ্যামিলিটেক্স দর পতনের শীর্ষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দর বৃদ্ধির শীর্ষে সামিট অ্যালায়েন্স লেনদেনের শীর্ষে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফার কেমিক্যাল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওরিয়ন ইনফিউশন মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জয়-কে পুলিশে দিল ছাত্রজনতা স্বাধীনতা থেকে জুলাই চেতনার পালাবদল পেয়েছে: মোমিন মেহেদী আসন্ন নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় চার কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে ঈদযাত্রায় গেল ৩২ ঘণ্টা বঙ্গবন্ধু সেতু পারাপারের সংখ্যা কমেছে পরিবহনের। সেই সঙ্গে কমেছে টোল আদায়ও।

সোমবার (৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু ৩২ ঘণ্টায় সেতুপূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ৪ কোটি ২৬ হাজার ৫০০ টাকা এবং পরিবহন পারাপার হয়েছে ৫৬ হাজার ৯০৭টি।

যা এর আগেরদিন ৩২ ঘণ্টায় ৫৭ হাজার ৬০৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছিল চার কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।

মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বেশি পরিমাণ সেতু পারাপার হওয়ায় পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায় বৃদ্ধি পায়নি গত ৩২ ঘণ্টায়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য দিয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পার হয়েছে ৩৩ হাজার ১৩১টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী পরিবহন সেতুপশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ১৪ হাজার ৬২৪টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০টাকা। এরমধ্যে দুইপাড় মিলিয়ে মোটরসাইকেল পাড় হয়েছে ৯ হাজার ৩২৪ টি, ছোট ছোট যানবাহন ১৭ হাজার ৫৮৫টি, বাস ১২ হাজার ৯২৬টি এবং ট্রাক ৭ হাজার ৯২০টি।

এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টার পর হতে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৮ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় ৯ হাজার ১৫২টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬৯ লাখ ১৭ হাজার ১০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS