বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাথে একীভূত হবে ন্যাশনাল ব্যাংক। মঙ্গলবার, ৯ এপ্রিল শেয়ারহোল্ডারদের সভায় একীভূতকরণের এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
২০২৩ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ করেনি ন্যাশনাল ব্যাংক। তবে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের যে আর্থিক প্রতিবেদন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণ হলো ৪২ হাজার ৭৪৯ কোটি টাকা। আর আমানতসহ মোট দায় ৪৮ হাজার ৪৫৩ কোটি টাকা।
২০২৩ সালের প্রথম নয় মাসে ব্যাংকটি লোকসান দিয়েছে এক হাজার ১৯০ কোটি টাকা। মোট রিটেইনড আর্নিং এক হাজার ৯৬২ কোটি টাকা নেগেটিভ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ব্যাংকটির মোট খেলাপি ঋণের পরিমাণ ১২ হাজার ৩৬৮ কোটি টাকা, যেটি ২০২৩ সালের শেষপর্যন্ত বিতরণকৃত ঋণের ২৮ দশমিক ৯২ শতাংশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply