ঢাকার কেরানীগঞ্জের জিনজিরার রহমতপুরে অবস্থিত শাইনিং প্রি- ক্যাডেট স্কুলের ক্লাস পার্টি অনিষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কেরানীগঞ্জের মৌরীন পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ অনুষ্ঠানে শাইনিং প্রি-ক্যাডেট স্কুলের প্রতিটি ক্লাসের শিক্ষার্থী ও অবিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শাইনিং প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সততা মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ আল মামুন স্যার।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ছাড়া কেউ প্রতিষ্ঠিত হতে পারে না। কমলমতি শিশুরা হল কাঁদামাটির দলার মত।
তাদেরকে যে ভাবে শিক্ষা দিবেন তারা সে ভাবেই শিকবে।
আপনারা শিশুদের প্রতি যত্নশীল হন। শিশুদের মেধা বিকাশের জন্য তাদের সময় দেন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
অনুষ্ঠানে শাইনিং প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম বলেন, ক্লাস পার্টি অনুষ্ঠানটি করা হয় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য।
ক্লাস পার্টি অনুষ্ঠানের মাধ্যমে সকল শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কৃত করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সম্মাননা প্রদান করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply