
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম কোম্পানিটির ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। গত কার্যদিবসের ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার বাজারমূল্য দাঁড়ায় ২ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক অথবা ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।
এদিকে আজ স্যালভো কেমিক্যালের ১ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা সমমূল্যের ৪ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
গত ১১ ডিসেম্বর উল্লেখিত শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন এই তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply