
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার নিয়োগ অনুমোদন করেছে। তিনি হচ্ছেন ডিএসইর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) তে কাজ করেছেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তার পদগুলির মধ্যে রয়েছে লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের আবাসিক প্রতিনিধি, বাংলাদেশ, ভুটান এবং নেপালের জন্য সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারী এবং পরবর্তী ক্রান্তিকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজার।
মিসেস আনোয়ার বতসোয়ানা এবং নামিবিয়ায় আইএফসি কান্ট্রি অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি গ্যাবোরোনে আইএফসির উপস্থিতি প্রতিষ্ঠা এবং বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ সহ একটি টেকসই বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি এবং তরলতা, লেনদেন পরিষেবা, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং বাজার অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা প্রদান করেন। তার কর্মজীবনের শুরুতে, তিনি সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা পদে ১৬ বছর অতিবাহিত করেছিলেন। মিসেস আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (অর্থ) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply