
ভারত থেকে আমদানিকৃত প্রতিটি পণ্যবাহী ট্রাকের প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে ASYCUDA World সিস্টেমে “Truck Movement” নামক একটি নতুন সাব-মডিউল তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে কাস্টমস হাউস, বেনাপোলে এ সাব-মডিউলটির পাইলট কার্যক্রম ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখ হতে শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে এ ধরনের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।
মডিউল চালুর ফলে অর্জিত সুবিধাসমূহঃ
খুব শীঘ্রই দেশের সকল স্থল বন্দরে Truck Movement নামীয় সাব-মডিউলটির লাইভঅপারেশন শুরু করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply