বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গুম ও নির্যাতনের অভিযোগ: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আমানতের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নানান আয়োজনে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন চুয়াডাঙ্গা কোর্টমোড়ে পুলিশের চেকপোস্ট: ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা, মাদকসহ এক যুবক আটক মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত মঈনুল কবীর এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ডিএসই পর্ষদে ২ পরিচালক নির্বাচিত ৬৬ হাজার কোটি টাকার বেশি সম্পদ ফ্রিজ ও সংযুক্ত করা হয়েছে বিদেশি বিনিয়োগে বাংলাদেশে ধারাবাহিক সংস্কার চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত

আমানতের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

সংকটে থাকা পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া জানিয়েছেন, ব্যাংকটির গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই, তাদের আমানতের নিরাপত্তা সরকার দেবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হলরুমে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর প্রথম বোর্ড মিটিংয়ে চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এসব কথা বলেন। ব্যাংকের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ”আমাদের গ্রাহকদের কোনো ধরনের চিন্তার কারণ নেই। এই ব্যাংকের মালিক হচ্ছে সরকার, আমানতের নিরাপত্তা দেবে সরকার। এছাড়া দেশের আর কোনো ব্যাংক নেই যার মূলধন ৩৫ হাজার কোটি টাকা। ইতোমধ্যে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরকার মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা প্রেরণ করেছে।”

সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব বলেন, ”আমাদের নতুন ব্যাংকটি লাইসেন্স পাওয়ার পরে আজই প্রথম বোর্ড মিটিং হয়েছে। আমাদের মূল লক্ষ্য ব্যবসায়িক কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করা। তবে আমাদের টার্গেট থাকবে দেশের এসএমই ও সিএসএমই খাত।”

তিনি বলেন, ”আজকের মিটিংয়ে ব্যাংকের নতুন লোগো ও স্লোগান ঠিক করা হয়েছে। আমাদের স্লোগান হচ্ছে ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’।”

তিনি বলেন, ”এই মাসের মধ্যেই আমরা আমানতকারীদের ইন্সুরেন্স ফান্ডের টাকা দিয়ে দেবো, আমাদের আর্থিক পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। তবে পাঁচটি ব্যাংকের একত্র সফটওয়্যার ও আইটি ডেভেলপমেন্ট করতে গিয়ে কিছুটা সময় লাগছে।”

তিনি আরও বলেন, ”বৈঠকে গভর্নর আমাদের উদ্দেশ্যে বলেন যে দ্রুত সময়ের মধ্যে ব্যাংকের কার্যক্রম চালু করতে, যাতে আমানতকারীরা নিয়মিত লেনদেন করতে পারেন। একইসঙ্গে যারা সৎ কর্মকর্তা রয়েছেন তাদের নিয়ে জোরালো কার্যক্রম হাতে নেওয়া হবে এবং অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যাদের কারণে পূর্বে ব্যাংকের টাকা লুটপাট হয়েছে।”

ব্যাংকটির চেয়ারম্যান বলেন, “পাঁচ ব্যাংকের কর্মচারীদের বেতন কাঠামো একেকটিতে ছিল ভিন্ন। এখন নতুন ব্যাংকের আওতায় প্রত্যেক কর্মকর্তার জন্য একটি ইউনিফাইড বেতন কাঠামো তৈরি করা হবে।”

বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সাতজন ডিরেক্টর উপস্থিত ছিলেন।

তারা বৈঠক শেষে সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে দেখা করে ব্যাংকটির সার্বিক অগ্রগতি জানিয়েছেন।

জানা যায়, ইতোমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে ব্যাংকটির জন্য একজন এমডি নিয়োগ দেওয়া হবে।

বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তাসহ রেজল্যুশনের আওতাধীন ৫টি ব্যাংকের প্রশাসকরাও উপস্থিত ছিলেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের জন্য নিচের পাঁচটি শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংককে একীভূত করা হয়েছে: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।

চলতি বছরের ৯ নভেম্বর নতুন ব্যাংক গঠনের জন্য লেটার অব ইনটেন্ট বা অনুমোদনের চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর ২ ডিসেম্বর থেকে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS