সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বরিশালে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

কামরুজ্জামান ডালার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বরিশাল প্রতিনিধি: বরিশালে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। পরে রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

এরপর পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি এবং সিটি মেয়রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের অনুসারী নেতাকর্মীরা।

এছাড়া মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। রাতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢলে নামে শহীদ মিনারে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধির জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।    

আইন শৃঙ্খলা রক্ষায় শহীদ মিনার চত্বরে ও আশপাশের এলাকায় মোতায়োন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS