নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে মাটির নীচে বাঙ্কার থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দোহা নগর গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এ সব জব্দ করা হয়। কয়েকটি বাড়ির মদ কারখানায় প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ পাওয়া গেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা জানান, রাতে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘরবাড়ি থেকে পালিয়ে যায়। এতে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply