দেশে ডলারের দাম ২৫ পয়সা কমেছে। এখন ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রি করবে বলে জানায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা)।
বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভার্চুয়াল সভা শেষে বাফেদা চেয়ারম্যান আফজাল করিম এ কথা জানান।
বাফেদা চেয়ারম্যান বলেন, আগামী রোববার থেকে এই নতুন হার কার্যকর হবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদনের পর দেশের ব্যাংকগুলো ডলার কেনা-বেচায় ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ব্যাংকগুলো ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাড়িয়েছে। গত দুই বছরের মধ্যে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।
গতকাল আইএমএফ বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। প্রথম কিস্তিতে গত ২ ফেব্রুয়ারি ৪৪৭ দশমিক আট মিলিয়ন ডলার ছাড় দেয় সংস্থাটি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply