আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথে মাশরাফী। সোমবার (২০ নভেম্বর) তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। নড়াইল -২ আসন থেকে নির্বাচন করতে চান সাবেক বাংলাদেশ অধিনায়ক।
গতবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারী অংশ নিচ্ছেন নির্বাচনে।
মাশরাফী ছাড়াও এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি মাগুরা -১, ২ ও ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
মনোনয়ন ফরম সংগ্রহের ডেডলাইন শেষ হলে যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply