হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তাহলেই আপনাদের এ ভাতাসহ সকল সুবিধা থাকবে আর যদি বিএনপি জামাত সরকারে আসে তাহলে আপনাদের সকল সুবিধা বাতিল করে দিবে। তারা শুধু নিজেদের চিনে দেশের জনগনকে চিনে না। লালমনিরহাটের হাতীবান্ধায় গোতামারী ইউনিয়নের সকল সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন।
শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার দইখাওয়া এছান মিয়া ও আওলাদ মিয়া আলিম মাদরাসা মাঠে ৯নং গোতামারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় আরও উপস্থিত ছিলেন,গোতামারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মন্জু , সাধারণ সম্পাদক ধনঞ্চয় কুমার রায় বিপুল যুবলীগের সভাপতি ওমর ফারুক সহ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীগণ ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply