দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে অসা¤প্রদায়িকতা ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনার সরকার আছেন বলে দেশর মানুষ শান্তিতে আছেন। যে যার ধর্ম শান্তিপুর্নভাবে পালন করতে পারছেন। সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে কোন কুচক্রি মহল যাতে বাধা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার ২১ অক্টোবর রাতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে সুন্দরী হাটগাছ বামনপুকুর হরিবাসর মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম মিয়া, ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল উপস্থিত ছিলেন।

Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply