বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

পৃথিবীর নৃশংস হত্যাকান্ড মধ্যে রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির: এমপি গোপাল 

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে জঘন্য ও নৃশংসতম শিশু হত্যাযজ্ঞের তালিকায় শেখ রাসেল, যা ১৫ আগস্ট ট্র্যাজেডির অন্যতম একটি অংশ। শুধু ঘটনা নয়, বিশ্লেষণের খোরাক ইতিহাসবিদের কাছে। বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ ফজিলাতুন নেছা, শেখ কামাল, জামাল, সুলতানা কামালসহ বঙ্গবন্ধু পরিবারের অন্য ১৭ সদস্যের সঙ্গে হত্যা করা হয় চতুর্থ শ্রেণিতে পড়া ১০ বছর ৯ মাস ২৮ দিনের এই কচি শিশুকে। তাকেও হত্যা করা জরুরি ছিল ঘাতকদের বেঁচে থাকলে একদিন শেখ রাসেলও দেশের নেতৃত্বে আসতে পারে, এই ভয়ে? শেখ রাসেল যদি এখন বেঁচে থাকত তাহলে রাজনৈতিক ভাবে তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় ও বিশ্বস্ত অগ্রদূত হত। তিনি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে পিতার মত আদর্শবান রাজনীতিক হতেন। রাজনীতির জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতেন।

বুধবার ১৮ অক্টোবর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্যে রাখেন।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলায়  “জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লেয়মেন্ট ট্রেনিং সেন্টার” এর উদ্বোধন, আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জি.আর চালের ডি.ও বিতরণ, বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতানের আয়োজনে সততল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিস¤পদ উন্নয়ন প্রকল্পের অধীনে সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS