দেশের প্রথম ও বৃহত্তম স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক মোঃ রকিবুর রহমানের মৃত্যূতে এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ শোক প্রকাশ করেছে। আজ রোববার (২০ মার্চ) এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
শোক প্রস্তাবে উল্লেখ করা হয়, মরহুম মোঃ রকিবুর রহমান ডিএসই’র চেয়ারম্যান/প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকালীন সময়ে ডিএসই তথা পুঁজিবাজার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন ঢাকা স্টক এক্সচঞ্জের পরিচালনা পর্ষদ তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন৷ ডিএসই’র পরিচালনা পর্ষদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন”৷
এছাড়াও সভায় মরহুম মোঃ রকিবুর রহমান এর পরিবারের সাথে আলোচনা করে খুব শীঘ্রই পুঁজিবাজার সংশ্লিষ্টদের অংশগ্রহণে মরহুমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত গৃহীত হয়৷
উল্লেখ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান/প্রেসিডেন্ট ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রকিবুর রহমান গত ১৮ মার্চ, ২০২২ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর৷ তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার জনিত রোগে ভুগছিলেন৷
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply