দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানীসহ দুইজনকে ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ৯ আগষ্ট বুধবার আটক করে পীরগঞ্জ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে কোর্টে চালান দেয়।
এরআগে ৮ আগষ্ট মঙ্গলবার রাতে দিনাজপুর ব্যাটলিয়ান ৪২/ই ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ-দানাজপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি সিএনজি, দুটি বাটন ও দুটি এন্ড্রোয়েট মোবাইল ও সাতটি গ্রামীন ও একটি রবি সিম জব্দ করা হয়।
এ ব্যাপরে বিজিবির হাবিলদার মোঃ মাসুদ রানা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৪(ক)/৪১/৩৮ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ১১, তারিখ – ০৯/০৮/২০২৩।
গ্রেফতারকৃত মোঃ গোলাম রাব্বানী(৩০) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত তোবারক আলীর ছেলে ও বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অপর আসামী বোচাগঞ্জ উপজেলার খামার খানপুর গ্রামের শ্রী বিনয় চন্দ্র রায়ের ছেলে শ্রী মানষ চন্দ্র রায় (১৯)।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ আগষ্ট সন্ধ্যায় বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারেন যে, সবুজ রঙের একটি সিএনজিতে করে ফেন্সিনডিল নিয়ে আসছে। তারা পীরগঞ্জ উপজেলার বৈরচুনা নামক স্থানে আসলে বিজিবি সিএসজিকে থামার জন্য সংকেত দেন।
এ সময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী সহ অপর আসামী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেফতার করেন। পরে তাদের শরীর ও সিএনজি তল্লাশী করে উল্লেখিত মাদক ও মামলামাল জব্দ করেন।
১১ আগষ্ট পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন জানান, বিজিবির করা মাদক দ্রব্য আইনের মামলায় তাদেরকে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply