লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ সাইফুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ মে) দুপুরে আটক সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে ভোরে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুর রহমান (২৭) ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।
হাতীবান্ধা থানার পুলিশ সুত্রে জানা যায়, একটি নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নওদাবাস এলাকার আব্দুল গফুরের ছেলে সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালায় ওসি শাহা আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক সাইফুর রহমানের বিরুদ্ধে চট্রগ্রামের বাকলিয়া থানা ও হাতীবান্ধা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে সেগুলো আদালতে বিচারাধীন।
তবে সাইফুর রহমানের স্ত্রীর দাবি- তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক সাইফুর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply