মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে বরিশালে তাপমাত্রা বৃদ্ধি 

এস এল টি তুহিন
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বরিশাল প্রতিনিধি: মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে বরিশালে তাপমাত্রার পারদ ৮ডিগ্রী সেলসিয়াস ওপরে উঠে মঙ্গলবার  দুপুরে মৌসুমের সর্বোচ্চ ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াসে বৃদ্ধি পেয়ে চৈত্রের আসল রূপে ফেরার পরে বুধবারও তা অব্যাহত ছিল। ফলে রোজাদাররা এখন কিছুটা কষ্টে আছেন। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে তাপমাত্রার পারদ আরো ওপরে ওঠার কথা বলা হয়েছে। এবার মধ্য মার্চে  চৈত্রের শুরু থেকে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ছিল। সাথে দক্ষিণের মৃদু হাওয়ায় আবহাওয়া ছিল অত্যন্ত সহনীয়। এমনকি এবার রোজার শুরু থেকে অত্যান্ত মনোরম পরিবেশেই দক্ষিণাঞ্চলের রোজাদাররা সিয়াম পালন করছিলেন।

কিন্তু শনিবার দুপুরে বরিশালে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা রোববার দুপুরে ৩২.৩ ডিগ্রীতে উঠে যায়। সোমবার দুপুর থেকেই আবহাওয়া চৈত্রের আদলে ফিরতে শুরুর করে তাপমাত্রার পারদ ৩৪.৩ ডিগ্রীতে স্থির হয়।  মঙ্গলবার দুপুর ৩টায়ও বরিশাল মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৩ ডিগ্রী সেলসিয়াস। আর বুধবার আরো বৃদ্ধি পায় যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী সেলসিয়াস বেশী। এমনিক গত দুদিন ধরে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের ১ ডিগ্রী ওপরে রয়েছে। তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বরিশালের আকাশে হালকা মেঘের আনাগোনায় রোজাদারদের কিছুটা স্বস্তি দিয়েছে।

এদিকে গত মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৭৭.৬% বেশী বৃষ্টি হলেও বরিশালে স্বাভাবিক ৫৩ মিলিমিটারের স্থলে ৭৫ মিলি বৃষ্টি হয়েছে। যা ছিল স্বাভাবিকের ৪১ % বেশী। গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’এর বয়ে আনা প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চল সয়লাব হবার পরে টানা সাড়ে ৪ মাস এ অঞ্চলে কোন বৃষ্টি হয়নি। তবে মার্চের শেষ ভাগে চৈত্রের মধ্যভাগের মাঝারী বর্ষণে দক্ষিণাঞ্চলের জনজীবন সিক্ত হলেও সাথে ফুসে ওঠা সাগরের জোয়ারের প্লাবনে এ অঞ্চলের অন্যতম অর্থকরী ফসল তরমুজের জন্য যথেষ্ট বিপর্যয় ডেকে এনেছে।

এবারো সারাদেশে আবাদকৃত তরমুজের ৭৫%-এর উৎপাদন হয়েছে দক্ষিণাঞ্চলে। তবে গত কয়েকদিনের বৃষ্টিপাত আবাদকৃত বোরা ধান, পাট ছাড়াও চলমান আউশের জন্য যথেষ্ট ইতিবাচক ফল দিচ্ছে। আবহাওয়া বিভাগের মতে, চলতি মাসে দক্ষিণাঞ্চলে স্বাভাবিক ১৩২ মিলিমিটারের স্থলে ১২০-১৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণাঞ্চলের দূরবর্তী  দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া বিভাগ। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা জানিয়ে বুধবার সকালের পরবর্তী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পারদ আরো ওপরে ওঠার কথাও বলেছে আবহাওয়া বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS