বগুড়া প্রতিনিধি: এবার সরিষা চাষে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রাকে পিছনে ফেলেছে বগুড়ার কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩১ হাজার ৫শ’ হেক্টর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে সেই লক্ষ্যমাত্রাকে পিছনে ফেলে জেলায় এবার সরিষা উৎপাদন হয়েছে ৩৭ হাজার ৫৭৫ হেক্টর জমিতে।
বগুড়ায় সরিষা চাষের বিপ্লব হওয়ায় দেশের রাজশাহী, সাতক্ষীর, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মধু সংগ্রহকারীরা বগুড়ায় এসে ডেরা বসিয়েছেন। ফলে সরিষা ক্ষেতের কোল ঘেঁষে বসিয়েছে মৌমাছির বাক্স।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক বলেন, আগামী ৪ বছরে দেশ সারিষায় স্বয়ং সম্পূর্ণতা লাভ করবে। আমদের শুধু শিল্পে ব্যবহারের জন্য যত টুকু সোয়াবিন দরকার সেই টুকু আমদানী করা হবে। সারিষা ভোজ্য তেল হিসাবে ব্যবহার করার ব্যাপক সম্ভবনা তৈরি হবে।
কার্যালয় সূত্রে জানা যায়, আগামী বছর ৪৫ হাজার হেক্টর জমিতে দেশে চাষের লক্ষ্যাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার মেট্রিক টন।
এ দিকে সরিষা ক্ষেতকে ঘিরে মধু চাষিরা ও মধু সংগ্রহে দারুন ব্যস্ত। প্রতি কেজি মধু সাড়ে তিনশ‘ টাকায় বিক্রি করছে। শাজাহানপুর উপজেলার রইচ উদ্দিন জানান, বগুড়ায় মধু চাষিরা অনেক এসেছেন এখানে;বাহিরের জেলা থেকেও আসছে। এক আবাদের সাথে দুই সুফল পাচ্ছি আমরা। এটা দারুন উদ্ভোবন।
সিরাজগঞ্জ থেকে আসা মধু সংগ্রহকারী রুহুল আমিন বলেন, সরিষার সময় ছাড়াও আমি কালোজিরার মধু, লিচু ফুলের মধু খেসারীর ডালের মধুও তারা সংগ্রহ করি। মাত্র সপ্তাহে তারা ৪থেকে ৬ মণ মধু সংগ্রহ করা যায়। আর এতে আবাদের কোন সমস্যা হয় না বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বলা হয় এতে করে সরিষার উৎপাদন আরো বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply