বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-১২’র বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির কার্যালয়ে আসেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর তিনি র্যাব কার্যালয় থেকে বেরিয়ে আসেন।
এ সময় হিরো আলম র্যাব -১২’র বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক নজরুল ইসলামের সঙ্গে দেখা করে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই সহায়তা চান।
র্যাব -১২’র বগুড়া ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক মো. নজরুল ইসলাম বলেন, ভোট গ্রহণের দিন ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার সহযোগিতা চাইতে হিরো আলম র্যাব কার্যালয়ে আসেন।
বের হয়ে হিরো আলম বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার সহযোগিতা চাইতেই দেখা করতে গিয়েছিলেন।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম। কিন্তু ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরের তালিকায় গরমিল থাকার অভিযোগে প্রথমে রিটার্নিং কর্মকর্তা, পরে নির্বাচন কমিশন থেকে তাঁর মনোনয়ন বাতিল করা হয়। এরপর উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পান তিনি। ১ ফেব্রুয়ারি আসন দুটিতে ভোট গ্রহণের কথা আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply