নিজস্ব প্রতিনিধিঃ মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
পৌর খালপাড়া মহল্লার বাবু জানান, পঞ্চগড়ে প্রচণ্ড শীত পড়েছে। মোটা কাপড় পড়েছি তবুও শীত মানছে না। ভোরে রাস্তায় বের হয়েছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার কুয়াশা ঝরছে। রাস্তায় চলাফেরা করতে খুব কষ্ট হয়।
অটোচালক রয়েল জানান, ভোরে গাড়ি নিয়ে বের হয়েছি আয়ের উদ্দেশ্যে। কিন্তু ঘন কুয়াশায় যাত্রী না পাওয়ায় আমরা খুব কষ্টে দিনযাপন করছি। সরকার যদি আমাদের মতো গরিব অসহায়দের সহায়তা করে তাহলে ভালো হতো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply