শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‘ধর্ম সুরক্ষা আইন’ করুন : মোমিন মেহেদী রাস্তাবিহীন ৫৭ লাখ টাকার সেতু—নয় বছরেও সংযোগ সড়ক নেই, গোবর শুকানোর মাঠে পরিণত ব্রিজ কালিয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মাবনবন্ধন সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি! নেপথ্যে যুবলীগ নেতা রাণা ও জুলহাস বাহিনী সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন খালিদ মাহমুদ পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে ১৬১৩ কোটি টাকা মানিলন্ডারিং-এর মামলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিবৃতি ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসেনের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে: প্রেস সচিব শফিকুল আলম চীনা বিনিয়োগকারীদের বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পরিচ্ছন্নকর্মী নিহত

ফাহিম
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সেকান্দার আলী (৫০) নামে সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আছাদুজ্জামান বলেন, সকালে একটি ভ্যানে কাজে যাচ্ছিলেন সেকেন্দার। ভ্যানের পেছনে বসা ছিলেন তিনি। তখন পেছন থেকে ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ওই গাড়ির নিচে পিষ্ট হন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এসআই বলেন, গাড়িটির চালক, হেলপারসহ ডেমরা থানা পুলিশ আটক করেছে বলে খবর পেয়েছি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সেকান্দারের সহকর্মী বাদশা মিয়া বলেন, সেকেন্দারের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। ধলপুর পোড়া বস্তিতে থাকতেন। দিনমজুর হিসেবে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন। সকালে একটি ভ্যান নিয়ে কাজের জন্য ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন তারা। ভ্যানটি চালাচ্ছিলেন বাদশা। বাম পাশে বসা ছিলেন নুরুল ইসলাম নামে একজন এবং ডান পাশে বসা ছিলেন সেকান্দার। সে সময়ে পেছন থেকে ট্রাকটি ভ্যানে ধাক্কা দিলে সেকান্দার রাস্তায় ছিটকে পড়েন। পরে ওই গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS