রাজধানীর শ্যামলীতে ঢাকা ব্যাংকের এক কর্মকর্তার বাসায় চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুন) শেরেবাংলা থানাধীন ১৩/৫/এ/৩ বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। বাসাটি থেকে দামি জিনিসপত্র ও মালামাল চুরি হয়েছে বলে থানায় এজহার দায়ের করা হয়েছে।
এজহারে উল্লেখ করা হয়, পরিবারের সদস্যদের ডাক্তার দেখানোর উদ্দেশে হাসপাতাল গেলে দরজার তালা ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে স্বর্নলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এতে আরো বলা হয়, চোর গৃহকর্তীর ব্যবহৃত সোনার বালা, গলার হার, গলার চেইন, আংটি, কানের দুলসহ প্রায় ২০ ভরি স্বর্ন যার বাজার মূল্য ১৬ লক্ষ টাকা এবং নগদ এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে যায়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply