
মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: নারায়ণগঞ্জ নির্বাহী অফিসারের কার্যালয় রপগঞ্জ মঞ্চে আনুষ্ঠানিকভাবে আসন্ন ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে ইশতেহার তুলে ধরেন সংগঠনের মহাসচিব ও নারায়ণগঞ্জ -০১ রুপগঞ্জ আসনে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী শেখ রায়হান রাহবার।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার ইশতেহারে বলেন, ভাই বোন সবার সমান অধিকার- মর্যাদা ভিত্তিক জীবনের একমাত্র দিশা ও রাজনৈতিক সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution. এর উপর গুরুত্ব দিয়ে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে বলেন, ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন— মানুষকে মানুষ হিসেবে দেখা। ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজন নয়।
আল্লামা ইমাম হায়াতের হয়ে সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ঘোষিত ইশতেহারে বলেন, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রতুশ্রুতি উল্লেখ সহ স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।
ইনসানিয়াত বিপ্লবের বাইরে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিংগ বর্ণ বর্ডার ইত্যাদি বস্তুবাদি চেতনার ভিত্তিতে বৈষম্য বিভেদ বিদ্বেষ বিভক্ত করে জীবনের সত্য অস্বীকার ও মানবসত্তা ধ্বংস করা হয়। একমাত্র ইনসানিয়াত বিপ্লব ই এযুগে সকল বস্তুর উর্ধে কেবল জীবনের দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রেসালাতের আলোকে জীবনের সত্য ও মানবিক সাম্য এবং মানবিক মর্যাদার ধারক ও রক্ষক। ইনসানিয়াত বিপ্লবের বাইরে এ যুগে মানবজীবনের সত্য ভিত্তিক সংজ্ঞা যেমন নাই- তেমনি সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ভিত্তিক ও সব মানুষের প্রতিনিধিত্বশীল সর্বজনীন মানবতার রাজনীতির দিশাও দুনিয়ার কোথাও নাই। মানুষ হিসেবে ভাই বোন সমান মর্যাদার ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ভাই বোন সবার একমাত্র রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution.
মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দেয়া সব মানুষের জন্য শ্লোগান তুলে ধরে ৪৭দফা ইশতেহারে বলেন, মানবতার রাষ্ট্র চাই, মা বোন শিশুদের আতংক আর্তনাদ অবসান, সব মানুষের অধিকার ,মানবতার অসহায় ক্রন্দন আমি মুছে দিয়ে তাই মানবতার বিজয় প্রতিষ্ঠার ঘোষনা ইশিতিহারে উল্লেখ্য করা হয়। রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার ,জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা, রাষ্ট্রের সকল সম্পদের মালিকানা হবে একমাত্র রাষ্ট্রের জনগন, আপনার সুরুক্ষা, সেবা ও অধিকার স্বাধীনতা মর্যাদা রক্ষার রাষ্ট্র যদি চান ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
সংগঠনের মহাসচিব বলেন, বিশ্ব ইনসানিয়াত হচ্ছে, ইনসান ইনসানিয়াত খেলাফতে ইনসানিয়াতের প্রকৃত রুপ। প্রত্যেক মানুষের জীবনের আত্ম মালিকানা ও দুনিয়ার সম্মিলিত মালিকানার ভিত্তিতে, ধর্মীয় মূল্যবোধের আলোকধারায়, একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত, অসাম্প্রদায়িক, সর্বজনীন, গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র এবং সত্য ও সম্পদের যুক্ত প্রবাহের ধারায়, মানবিক সাম্যের রূপরেখায়, মুক্ত মানবিক বিশ্বব্যবস্থার লক্ষ্যে, বস্তুর উর্ধ্বে মানবসত্তার ভিত্তিতে জীবনের আত্মিক প্রাকৃতিক রাজনৈতিক দর্শন ও দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে আপেল মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার যদি চান ইনসানিয়াত বিপ্লবের আপেল মার্কায় ভোট দিন।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত-এর নির্দেশনায় ও ঢাকা মহানগর সভাপতি জনাব আওয়াল আল কাদেরী ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা চিশতি সহ জেলা উপজেলার সচিব ও বিভিন্ন সংগঠনের প্রার্থীগন উক্ত ইশতেহার ঘোষনা মঞ্চে উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply