
মো:মহিদুল হক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া): ১১ জানুয়ারী-২০২৬, রবিবার: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্গত ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১১৪ টি ভোটকেন্দ্র কমিটির আওতাভুক্ত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় শিবগঞ্জ বিএনপি কার্যালয়ে (তেঘড়ি পল্টন) আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সহ-সভাপতি এসএম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হাসান বাপ্পী প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply